শেবাচিমে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১৫৬ ডেঙ্গু রোগী শেবাচিমে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১৫৬ ডেঙ্গু রোগী - ajkerparibartan.com
শেবাচিমে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১৫৬ ডেঙ্গু রোগী

3:20 pm , August 20, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ১ হাজার ৩২৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এই হাসপাতালে। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ১৫৬ জন। এখনো ১৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে প্রায় অর্ধশত রোগী বুধবার ও মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে আশাবাদী শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। তিনি জানান, প্রকৃতপক্ষে বরিশালে এডিস মশার উপদ্রব নেই। শেবাচিম হাসপাতালে যেসব রোগী ভর্তি হয়েছে তারাই সবাই কোন না কোন ভাবে ঢাকায় আসা যাওয়া করেছেন। তবে বরিশাল নগরীর বাইরে অন্য জেলার কিছু রোগী পাওয়া গেছে তারা নিজ নিজ এলাকায় বসেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে। পরিচালক বলেন, ঈদে ঢাকার মানুষ বরিশালে আসে। এ কারনে ঈদের দু-একদিন পূর্বে থেকে ঈদ পরবর্তী কয়েকদিন শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বেশি ছিলো। তবে বর্তমানে তা কমতে শুরু করেছে। তাছাড়া যারা চিকিৎসাধিন তারাও সুস্থতা লাভ করে বাড়ি ফিরছেন। সর্বশেষ গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা হতে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মোট ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ভ?র্তি হয়ে?ছিল ৬৫ জন। বর্তমানে চিকিৎসাধিন থাকা রোগীর সংখ্যা ১৭২ জন। গত সোমবার (১৯ আগস্ট) এর সংখ্যা ছিলো ১৮৯ জন। পরিচালক আরো জানান, বর্তমানে চিকিৎসাধীন রোগীর মধ্যে ১০৪ জন পুরুষ, ৪২ জন নারী ও ২৬ জন শিশু। আর গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৯ জন পুরুষ, ১৬ জন নারী ও ৩ জন শিশু। ডা. বাকির হোসেন বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে। তাছাড়া যে সংখ্যক রোগী এখন ভর্তি হচ্ছে তার মধ্যে থেকে প্রতিদিন গড়ে ৪০/৫০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে। যারা চিকিৎসাধিন রয়েছেন তার মধ্যে অর্ধশত রোগী আগামী ৪৮ ঘন্টার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে বলে জানান তিনি। পরিচালক বলেন, এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত সোমবার এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়। এ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের সকলের অবস্থাই খারাপ ছিলো। কেউ কেউ ঢাকায় চিকিৎসা করিয়ে বরিশালে এসে শরীরের যতœ নেয়নি। এ কারনেই তাদের শরীরিক অবস্থার অবনতী ঘটে মৃত্যু হয়েছে। তাই ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তাদের শরীরের প্রতি যতœশীল হওয়ার পরামর্শ দিয়েছেন ডা. বাকির হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT