3:18 pm , August 20, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর আমতলার মোড়ে পুলিশ কমিশনার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, জন্মাষ্টমী অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়ে মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পুলিশের টহল ব্যবস্থার পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসানো হবে। যানবাহনের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তির তল্লাশী করা হবে। এছাড়াও নগরীর প্রতিটি আবাসিক হোটেল, ছাত্রবাসে বিশেষ অভিযান চলবে। মোট কথা জন্মষ্টমী উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কমিশনার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতী পাওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. হাবিবুর রহমান খান, উপ-পুলিশ কমিশনার মোখতার হোসেন, উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মো. সালেহ, উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর মল্লিক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, জন্মাষ্টমী শোভাযাত্রা উদযাপন পরিষদের আহ্বায়ক মৃনাল কান্তি সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু প্রমুখ।