বাউফলে দন্ডপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে নেয়া হয়নি কোন বিভাগীয় ব্যবস্থা বাউফলে দন্ডপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে নেয়া হয়নি কোন বিভাগীয় ব্যবস্থা - ajkerparibartan.com
বাউফলে দন্ডপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে নেয়া হয়নি কোন বিভাগীয় ব্যবস্থা

3:09 pm , August 19, 2019

বাউফল প্রতিবেদক ॥ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর বাউফলে তিন মাসের বেশী অতিবাহিত হওয়ার পরেও কমিউনিটি ক্লিনিকের এক স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম (৩৫) বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা গ্রহন করেননি কর্তৃপক্ষ। গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ৩১ মে শুক্রবার নওমালা ইউনিয়নের বাবুর হাট কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মোঃ শহিদুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। ওই সময় শহিদুলের সঙ্গে থাকা একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত মুঠোফোন যাচাই বাছাই করে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিনিময়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় শহিদুলের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শুভ্রা দাস। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা সাংবাদিককে বলেন, তিন-চারদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ভ্রাম্যমান আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত শহিদুলের কাগজপত্র চেয়েছি। এখনও পর্যন্ত পাইনি। পাওয়া মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’ তবে তিন-চার দিন আগে এ সংক্রান্ত কাগজ চাওয়ার কথা অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিজুস চন্দ্র দে সাংবাদিককে বলেন,‘ ঘটনার সময় আমি প্রশিক্ষণের কাজে বিদেশে অবস্থান করছিলাম। পাশের দশমিনা উপজেলার নির্বাহি কর্মকর্তা শুভ্রা দাস দায়িত্বে থাকায় তিনিওই দন্ড প্রদান করেন। পটুয়াখালীর সিভিল সার্জন শাহ মোজাহেদুল ইসলাম বলেন,‘ বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT