2:58 pm , August 18, 2019
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের কাওছার গাজী নামের এক লম্পটের বিরুদ্ধে একই গ্রামের এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানী ও মারধর এর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটি গতকাল শনিবার ভান্ডারিয়া থানায় লিখিত অভিযোগ করেছে। কাওছার গাজী স্থানীয় কালাম গাজীর ছেলে সে এক সন্তানের জনক। মেয়েটি ভান্ডারিয়া একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মেয়েটির অভিযোগ সূত্রে জানা গেছে, নদমূলা গ্রামের মো. কালাম গাজীর ছেলে লম্পট কাওছার গাজী প্রায়শই কলেজে যাওয়ায় সময় তাকে উত্যক্ত করত এবং অনৈতিক প্রস্তাব দিত। বখাটের এ অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় ফটোশপএর মাধ্যমে ছবি এডিট করে একটি নগ্ন ছবির সঙ্গে মেয়েটির ছবি জুরে দিয়ে মোবাইল ফোনে তার আপন ভাইসহ এলাকার বিভিন্ন লোকদের দেখিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদ জানালে, গত বুধবার বিকেলে ওই লম্পট মেয়েটির বাড়ীর সামনে মেয়েটির পড়নের পোষাক ছিড়ে ফেলে শ্লীলতাহানী করে এবং অপত্তিকর অবস্থায় তাকে মারধর করে। ঘটনার দিন মেয়েটির পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করতে চাইলে লম্পট কাওছার শালিস বৈঠকের নাম করে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে বিষয়টি ধামা চাপা দিতে তাদেরকে থানা যেতে বাধা প্রদান করে মেয়েটির পরিবারের দাবী।
ভান্ডারিয়া থানা ওসি তদস্ত মো. তারিকুল ইসলাম জানান, মেয়েটির লিখিত অভিযোগ পেয়েছি এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।