প্রবীণদের সার্বিক সহযোগিতা করবে বিসিসি ঃ মেয়র সাদিক প্রবীণদের সার্বিক সহযোগিতা করবে বিসিসি ঃ মেয়র সাদিক - ajkerparibartan.com
প্রবীণদের সার্বিক সহযোগিতা করবে বিসিসি ঃ মেয়র সাদিক

2:51 pm , August 18, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নতুন করে ৫৫৬ জন প্রবীণের মাঝে বয়স্ক ভাতা বই বিতরন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা সমাজসেবা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এই বই বিতরণ করেন। নগরীর ১১টি ওয়ার্ডের বয়স্ক ভাতা সুবিধাভোগীদের এই বই দেয়া হয়। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীনদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা চালু করেছেন। যাতে প্রকৃত বয়স্করা এই সুবিধা পান এবং ভাতা প্রদানে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রথমবারের মতো ভাতা বই চালু করা হলো। তিনি প্রবীনদের দেশের সন্মানিত ব্যাক্তি হিসেবে উল্লেখ করে তাঁদের চিকিৎসার জন্য সিটি কর্পোরেশন থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেন তিনি। অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, কাউন্সিলর আনিসুর রহমান দুলাল, জিয়াউর রহমান বিপ্লব, আখতরুজ্জামান গাজী হিরু, গায়েত্রী সরকার পাখি, শহর সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক আল মামুন তালুকদার, শহর সমাজসেবা অফিসার জাবের আহমেদ বক্তব্য রাখেন। জানা গেছে, বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে ১৪ হাজার ১জন এই ভাতা পাবেন। প্রতিজনে বছরে পাবেন ৬ হাজার টাকা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT