2:46 pm , August 18, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মেট্রোপলিটন ই- ট্রাফিক প্রসিকিউশন ও সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ট্রাফিক সদস্যদের সাথে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম বার) এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১ টায় ট্রাফিক বিভাগের আয়োজনে নগরীর কালিবাড়ি রোডস্থ উপ-পুলিশ কমিশনার ট্রাফিক অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী পুলিশ কমিশনার (এসি) ফায়েজুর রহমান, ট্রাফিক প্রশাসন সামসুল আলম।এসময় পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিভিন্ন ট্রাফিক সদস্যদের সাথে মতবিনিময় কালে তাদের বিভিন্ন কথা বার্তা শুনে তাদেরকে বিভিন্ন ধরনের কাজের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এর পূর্বে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ উপ-পুলিশ কমিশনার এর ভাড়া করা বাসায় তাদের অফিস কার্যাক্রম চলা সম্পর্কে কমিশনারকে অবহিত করেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) খায়রুল আলম।পরে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিভিন্ন বিভাগ ও ট্রাফিক সদস্যদের থাকা ও খাবারের সংকটময় কক্ষগুলো পরিদর্শন করেন।