মঠবাড়িয়ায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক মঠবাড়িয়ায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

3:17 pm , August 17, 2019

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় আল-আমিন খাঁ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেচকী গ্রামে অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবাসহ ব্যবসায়ী ওই যুবককে আটক করে। আটক আল-আমিন উপজেলার বাইশকুড়া গ্রামের শাহজাহান খাঁর পুত্র। থানা সূত্রে জানাগেছে, আল-আমিন দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেচকী গ্রামের শুক্কুর আলী হাওলাদারের বাড়ির সম্মুখ সড়কে অভিযান চালিয়ে আল আমিনকে আটক করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ জানান, আটক ইয়াবা ব্যবসায়ী আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার আদালতে সোর্পদ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT