3:17 pm , August 17, 2019
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় আল-আমিন খাঁ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেচকী গ্রামে অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবাসহ ব্যবসায়ী ওই যুবককে আটক করে। আটক আল-আমিন উপজেলার বাইশকুড়া গ্রামের শাহজাহান খাঁর পুত্র। থানা সূত্রে জানাগেছে, আল-আমিন দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেচকী গ্রামের শুক্কুর আলী হাওলাদারের বাড়ির সম্মুখ সড়কে অভিযান চালিয়ে আল আমিনকে আটক করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ জানান, আটক ইয়াবা ব্যবসায়ী আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার আদালতে সোর্পদ করা হয়েছে।