ইয়াবাসহ ধরা খেলেন বরগুনা পৌর মেয়রের ছেলে ইয়াবাসহ ধরা খেলেন বরগুনা পৌর মেয়রের ছেলে - ajkerparibartan.com
ইয়াবাসহ ধরা খেলেন বরগুনা পৌর মেয়রের ছেলে

3:14 pm , August 17, 2019

পরিবর্তন ডেস্ক ॥ বরগুনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের ছেলে নাসির আল মামুনকে একশ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। শুক্রবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুনকে গ্রেফতারকারী পল্টন থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, দুপুর পৌনে একটার দিকে মহানগর নাট্যমঞ্চের সামনে নাসির আল মামুনকে তল্লাশি করেন তিনি। এ সময় মামুনের প্যান্টের পকেট থেকে একশ পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, গ্রেফতার মামুনের বিরুদ্ধে তিনি নিজেই বাদী হয়ে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। শনিবার মামুনকে আদালতে পাঠানো হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT