নগরীর জিলা স্কুল গেটে বখাটেদের উৎপাত নগরীর জিলা স্কুল গেটে বখাটেদের উৎপাত - ajkerparibartan.com
নগরীর জিলা স্কুল গেটে বখাটেদের উৎপাত

3:09 pm , August 17, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জিলা স্কুলের প্রধান দুটি গেটে কিশোর বখাটেদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রায়ই সেখানে নানা বিষয়ে কিশোরদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে। ফলে বিঘিœত হচ্ছে ওই এলাকার স্বাভাবিক পরিবেশ। সর্বশেষ শুক্রবার রাতে এক কিশোরকে বেদম মারধর করেছে প্রতিপক্ষ একদল কিশোর। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, স্কুলের মসজিদ গেটে শুক্রবার রাতে এক কিশোরকে মারধর করে ১০/১২ জনের একদল কিশোর। পথচারীরা বাঁধা দিলেও মারমুখী কিশোরদের নিবৃত্ত করতে পারেননি। ঘটনাস্থলের এক পথচারী জানান, তারা কিশোরদের থামাতে ব্যর্থ হলে পাশেই দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ডাকেন। কিন্তু পুলিশ প্রথমে কর্ণপাত করেননি। পরে পথচারী ও ট্রাফিক পুলিশ বখাটে কিশোরদের ধাওয়া দিয়ে এলাকা থেকে বিতাড়িত করে। ওই পথচারী জানান, স্কুলের দুটি গেটে একদল বখাটে প্রতিদিন বিকাল থেকে রাত ১০-১১টা পর্যন্ত আড্ডা দেয়। তারা প্রায়ই নিজেদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। শুধু তাই নয়, তারা সেখানে বসে মাদক সেবনও করে থাকে। আর কোন উৎসবের বিষয় থাকলে সেখানে সাউন্ড বক্স বসিয়ে নাচানাচি ও মাদক সেবন করে। এমনকি জিলা স্কুলের সামনে থেকে প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, গ্রীন সিটি পার্ক, মুক্তিযোদ্ধা পার্কে যাতায়াতরত মেয়েদের উত্যক্ত করে থাকে। এসব ঘটনায় প্রায়ই অপ্রতিকর ঘটনা ঘটে থাকে। জানা গেছে, প্রভাবশালী মহলের ছত্রছায়াই উঠতি বয়সি ছেলেরা এ সব কাজ করছে। বিকেল থেকে এই উপদ্রব শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলে তাদের আড্ডা ও মাদক সেবনের পালা। যদিও এই স্কুলের ১ম গেটের সামনে অবস্থান করছে বরিশাল সার্কিট হাউজ ও ২য় গেটের সামনে অবস্থান করছে বরিশাল ক্লাব। কিন্তু তার পরও নিয়ন্ত্রনের বাহিরে চলে যাচ্ছে তারা। এই দুই গেটের নেতৃত্বে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম রুবায়েত, জাবেদ, সিফাত (ছোট), তাজিন, রিফাত, তাহসিন, রিক্তী, তুষার, জাহিদ প্রমুখ। গত বৃহস্পতিবার ডিবি পুলিশ এই গ্রুপের দুই সদস্য শাওন ও আল-আমিনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বলেন, ‘ওই স্থানে আমাদের নিয়মিত অভিযান রয়েছে। কয়েকদিন আগেও ওই গেট একটি ঘটনায় মামলা হয়েছে। এর আগেও ওই স্থানে অপ্রীতিকর ঘটনায় মামলা দায়ের হয়েছে। সে অনুযায়ী আমরা ওই স্থানে অভিযান অব্যাহত রেখেছি।
এব্যাপারে জিলা স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রন কমিটির সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘এ ধরনের অভিযোগ আসলে আমরা খতিয়ে দেখবো। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষককে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে। কোনভাবে স্কুল গেটে আড্ডাবাজি করতে দেয়া হবে না। শুধু জিলা স্কুলই নয়, সদর গালস স্কুলের সামনেও আড্ডা দিতে না পারে এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহন করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT