3:17 pm , August 16, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত এক মাসে সহ¯্রাধিক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে পূর্বের চেয়ে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমেছে। বৃহস্পতিবার ভর্তি ছিলো ২৯৯ জন। আগের দিন বুধবার ভর্তি ছিলো ৩৪৬ জন। গত ২৪ ঘন্টায় শুক্রবার নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ জন। এর আগের ২৪ ঘন্টায় ভর্তি হয়েছিলো ৮১ জন। বিগত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া ৬৭ জনের মধ্যে পুরুষ ৩৮ জন, নারী ১৭ জন এবং শিশু ১২ জন। এই সময়ের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১১৪ জন। এর মধ্যে পুরুষ ৫৯ জন, নারী ৪৫জন এবং শিশু ১০জন। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬১ জন ডেঙ্গু রোগী। এ পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৭৬২ জন। হাসপাতালে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে। ঈদের আগে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় কর্তৃপক্ষ ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য অস্থায়ী একটি পৃথক ইউনিট চালু করেছে।