3:15 pm , August 16, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ পরবর্তী সবজির বাজারে আগুন লেগেছে। প্রায় প্রতিটি সবজির মূল্যই আকাশ ছোয়া মূল্য। বিশেষ করে পাইকারী বাজার থেকে খুচরা বাজারের মূল্যে অনেক ব্যবধান দেখা গেছে। নগরীর পোর্ট রোড, চৌমাথা বাজার, নতুন বাজার, পুরান বাজার, বাংলাবাজার ঘুরে এমন তথ্যই জানাগেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বন্যা ও বৃষ্টির কারণে ঈদের আগেই বেশকিছু সবজির দাম বেড়েছে। ঈদের পর সবজির সরবরাহ কম থাকায় নতুন করে কিছু সবজির দাম বেড়েছে। তবে কয়েকটি সবজির দাম অপরিবর্তিত রয়েছে। তাছাড়া ক্রেতা কম থাকায় কিছু সবজির দাম আগামী সপ্তাহে আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজার ঘুরে দেখা যায়, ঈদের আগের মতো এখনও সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো। বাজার ভেদে পাকা টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি। গাজর বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। একই দামে বিক্রি হচ্ছে শসা। এক মাসের বেশি সময় ধরে এ তিনটি পণ্য এমন দামে বিক্রি হচ্ছে। টমেটো, গাজর ও শসার মতো চড়া দামে বিক্রি হচ্ছে বাজারে নতুন আসা শিম। বাজার ভেদে শিমের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। কেজি ১০০ টাকা ছোঁয়ার তালিকায় আছে বরবটিও। বাজার ভেদে বরবটি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি। ঈদের আগে বরবটির কেজি ছিল ৬০ টাকা। সবজির এমন চড়া দামের বিষয়ে নতুন বাজারের ব্যবসায়ী আলমগির বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে সবজি খেতের ক্ষতি হয়েছে। তবে সে তুলনায় সবজির দাম খুব একটা বাড়েনি। তাছাড়া শুক্রবার সবজির দাম তুলনামুলক কম। কেননা আজ যে দামে সবজি বিক্রি করছি কিছু সবজি গতকাল তার থেকে বেশি দামে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার যে পটল ৬০ টাকা কেজি বিক্রি করেছি শুক্রবার তা ৪০ টাকা কেজি বিক্রি করছি। আর ৬০ টাকার বেগুন এখন ৪০ টাকা কেজি বিক্রি করছি।’