3:08 pm , August 16, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ যথাযোগ্য মর্যায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। বৃহস্পতিবার ১৫ আগস্ট সকাল থেকে সরকারি, বেসরকারি ও রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে দিবসটি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সূর্যদয়ের সাথে সাথে সদর রোডস্থ শহীদ সোহেল চত্ত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং শোকের প্রতীক কালোপতাকা উত্তোলন করা হয়।
এছাড়া সকাল ৭টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্নে বঙ্গবন্ধুর মুর্যালে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন সিটি মেয়র ও ১৫ই আগস্টের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর নাতি এবং শহীদ সুকান্ত বাবু’র ভাই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় তার সাথে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন ও দুই প্যানেল মেয়র সহ অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এর পর শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। পরে একে একে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় তাদের সাথে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকাল ৮টায় নগরীর সদর রোডস্থ অশি^নী কুমার টাউন হল চত্ত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও শহীদ সুকান্ত আব্দুল্লাহ বাবু সহ ১৫ই আগষ্টের শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে প্রথম পুষ্পস্তাবক অর্পণ করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও শহীদ সুকান্ত বাবু’র মা শাহানারা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সংযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া সকাল সাড়ে ৮টায় নগরীর শহীদ সোহেল চত্ত্বরে দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর ম্যুরালে পুষ্পস্তাবক অর্পণ করেন জেলা, মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠন। এছাড়াও পুষ্পস্তাবক অর্পণ করে বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি সহ শিক্ষকগন, বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন, সরকারি বিএম কলেজ শিক্ষক নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গঠনের নেতৃবৃন্দ ১৫ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।তাছাড়া শ্রদ্ধা নিবেদন সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে একটি শোক র্যালী বের করা হয়। জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বের হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বাদ জোহর নগরীর কালিবাড়ি রোডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত’র বাড়িতে পরিবারের পক্ষ থেকে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। তাছাড়া বাদ আসর একই স্থানে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।অপরদিকে শোক দিবস উপলক্ষ্যে এতিম ও ছিন্নমুল শিশুদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। যা বেলা ১১টায় নগরীর নগরীর বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহনকারী শতাধিক শিশুর মাঝে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র এর সহধর্মিনী লিপি আব্দুল্লাহ। এছাড়াও বিসিসি’র উদ্যোগে বঙ্গবন্ধু ক্লাব এর সহযোগিতায় শহীদ সোহেল চত্ত্বরে পাবলিক স্কয়ারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অপরদিকে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয়েছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও একটি বইয়ের মোড়ক উন্মচন করেন জেলা ও বিভাগীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় বিভাগীয় কমিশনার, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও নগরীর বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোক দিবস পালন করেছে বরিশাল রিপোর্ট ইউনিটি। ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে ৫টি মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বরিশাল ‘ল’ কলেজের সাবেক জিএস ও মহানগর যুবলীগের সদস্য এ্যাডভোকেট রফিকুল ইসলাম ঝন্টু, ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মজিবুর হক তালুকদার বাবু, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম বাবুল সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেন ববি উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, পরিচালক, শিক্ষকমন্ডলী, ছাত্র উপদেষ্টা, দপ্তর প্রধান, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন। বরিশাল সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডাঃ গোলাম মাহমুদ সেলিম, ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন তাপস সহ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ। রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আনোয়ার হোসেন’র নেতৃত্যে বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। বেলভিউ হসপিটাল এন্ড মেডিকেল সার্ভিসেস লিঃ এর চেয়ারম্যান কাজী মফিজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এস এম জাকির হোসেন, পরিচালক লিযাকত আলী জমাদ্দার, জাকিরুল মোমিন, ব্যবস্থাপক নইমুল হক মাসুদসহ হাসপতালের চিবিৎসক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত দোয়া-মোনাজাত ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন সভাপতি আনিসুর রহমান খান স্বপন, নজরুল বিশ্বাস, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, সাংবাদিক ও কবি হেনরী স্বপন প্রমুখ। এছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ১৫ই আগস্ট দিনভর শোক দিবসের নানা কর্মসূচি পালন করা হয়।