বরিশালে নৌকায় চড়ে নদীভাঙন দেখলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশালে নৌকায় চড়ে নদীভাঙন দেখলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
বরিশালে নৌকায় চড়ে নদীভাঙন দেখলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

3:07 pm , August 16, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা নৌকায় চড়ে পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের একটি অনুষ্ঠানে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের অংশগ্রহণ শেষে তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে নামেন। এসময় তার সাথে ছিলেন- ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. বাহাউদ্দিন। বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু জানিয়েছেন- প্রতিমন্ত্রী নৌকাযোগে ওই ইউনিয়নের সিংহেরকাঠি এলাকার নদীভাঙন পরিদর্শনে করেন। এবং শিগগিরই সেখানকার ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশপাশি সাহেবেরহাট থেকে কানাইপুর সড়ক সংস্কার, নেহালগঞ্জ ব্রিজ, নেহালগঞ্জের বদিউল¯œাহ ব্রিজ নির্মাণের ঘোষণা দেন। এছাড়া সাহেবের হাট সুইচগেটে পানি উন্নয়ন বোর্ডের জমিতে সরকারি হাসপাতাল এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্ণকাঠি জিরো পয়েন্টে একটি মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT