জাতীয় শোক দিবসে নগরীতে ব্যাপক কর্মসূচি জাতীয় শোক দিবসে নগরীতে ব্যাপক কর্মসূচি - ajkerparibartan.com
জাতীয় শোক দিবসে নগরীতে ব্যাপক কর্মসূচি

2:53 pm , August 14, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ আজ ১৫ই আগস্ট বাঙ্গালী’র স্বজন হারানোর দিন। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকান্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর একটি শোকের দিন। ১৯৭৫ সালে আজকের এই দিনে ঘাতকের বুলেট ঝাজড়া করে দেয় বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক বিশে^র লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের স-পরিবারকে হত্যা করা হয়। ভয়াল ১৫ই আগস্টকে ঘিরে এরই মধ্যে শোকের আবরণে ঢাকা পড়েছে গোটা বরিশাল নগরী। সরকারি, বেসরকারি এবং রাজনৈতিকভাবে নেয়া হয়েছে দিনভর নানা কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি শোকের প্রতীক কালোপতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সদর রোডস্থ অশি^নী কুমার হলে রক্ষিত জাতির জনক সহ ১৫ই আগস্টে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন। সকাল ৯টায় সদর রোডস্থ শহীদ সোহেল চত্ত্বরে দলীয় কার্যালয়ের পাশে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করবে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়াও সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোক র‌্যালীর আয়োজন করা হয়েছে। যা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এছাড়া বাদ আসর নগরীর কালিবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এর বাইরে পরিবারের পক্ষ থেকে বাদ জোহর সেরনিয়াবাত ভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনে নেয়া হয়েছে বিস্তারিত কর্মসূচি। দিনভর এই কর্মসূচির মধ্যে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি রয়েছে। এছাড়া জেলা ও বিভাগীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালনে ব্যাপক কর্মসূচি পালন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT