গভীর রাতে ঈদে ঘরমুখো মানুষের পাশে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর রাতে ঈদে ঘরমুখো মানুষের পাশে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ - ajkerparibartan.com
গভীর রাতে ঈদে ঘরমুখো মানুষের পাশে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

3:19 pm , August 10, 2019

শামীম আহমেদ ॥ গভীর রাতে ঈদে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের নাড়ির টানে ফেরা ঘরমুখো মানুষের পাশে পাশে এসে ছিলেন মেয়র সেরনিয়াবাত সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ঘরমুখো মানুষদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থাও করেছেন তিনি। পাশাপাশি অসুস্থ রোগীদের বিশেষ সেবার মাধ্যমে গাড়িতে উঠিয়ে দেয়ার তদারকি করছেন। এদিকে, গতকাল শনিবার থেকে লঞ্চে বেশি যাত্রী এসেছে। নৌ-বন্দর কর্তৃপক্ষে তথ্যানুযায়ী শুক্রবার দিনগত রাত পৌনে ১ টায় প্রথমে ঢাকা থেকে ঘরমুখো মানুষদের নিয়ে বরিশালে এসে পৌঁছায় এমভি মানামী লঞ্চটি। এরপর একে একে এমভি এ্যাডভেঞ্চার-১, ১১ পারাবত-৯, সুন্দরবন-১০, সুরভী-৮, কামাল-১, ফারহান-৮ লঞ্চ এসে পৌছে। যদিও এরআগে এমভি সপ্তবর্ণা-৯, সুন্দরবন-২, বোগদাদীয়া-১২, রেডসান-৫, সম্পাসহ ভায়া রুটের ৫ টি লঞ্চ বরিশাল নদী বন্দরে যাত্রী নামিয়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে গেছে।
তবে সরাসরি রুটের লঞ্চ নদী বন্দরের জেটিতে যাত্রীদের নামিয়ে দিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ফিরে গেছে বলে জানিয়েছেন সদর নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
জিয়াউল হক নামে ঢাকা থেকে আগত এক লঞ্চযাত্রী জানান, যাত্রীদের ভিড় শুরু হয়েছে। যতটা হওয়ার কথা থাকে এমন সময়ে তা হয়নি। তবে যে যাত্রী হয়েছে তাতেই কেবিনের সামনের বারান্দায়ও দাঁড়ানো যায়নি। আর ডেকেও ছিলো পর্যাপ্ত যাত্রীদের ভীড়। উত্তাল মেঘনা পাড়ি দেয়ার সময় মনের ভেতর আতঙ্ক ছিল। তবুও ভালোভাবেই বরিশাল এসে পৌঁছাতে পেরেছি। বরিশাল লঞ্চঘাটে নেমে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নানামুখী উদ্যোগে দেখে মনে হচ্ছে যাত্রীরা খুব সহযেই গন্তব্যে পৌছাতে পারবে।
এদিকে যাত্রীদের নিরাপত্তায় বরিশাল নদী বন্দর এলাকায় মধ্যরাত থেকেই সিটি কর্পোরেশনের কর্মী, বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ, বরিশাল সদর নৌ থানা পুলিশ, কোতায়ালি মডেল থানা পুলিশ, বরিশাল সদর ও নৌ ফায়ার স্টেশনের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পল্টুন ও আশপাশের এলাকা সাদা পোশাকে পুলিশের সদস্যরা কঠোর দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে বরিশাল নদী-বন্দরের আশপাশের এলাকায় মধ্যরাত থেকেই বিভিন্ন ধরনের যাত্রীবাহী যানবাহন নিয়ে চালকরা অবস্থান নিয়েছে। স্বাভাবিকের থেকে ভাড়া বেশি হলেও যাত্রীরা অন্ধকার থাকতেই সেসব যানবাহনে গন্তব্যর উদ্দেশ্যে গেছে। অপরদিকে মধ্যরাতে লঞ্চ থেকে নেমে পল্টুন ও নদী বন্দর ভবনের সামনে যাত্রীদের জন্য বসার ব্যবস্থা ও ছাউনি করা হয়েছে। একই সাথে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে যাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। যে বাস লঞ্চে ঢাকা থেকে আসা যাত্রীদের নগরীর নথুল্লাবাদ ও রুপাতলী বাসস্ট্যান্ডে নিরাপদে পৌঁছে দিচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT