রাজনীতি না করে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু সমস্যা মোকাবেলার আহবান তোফায়েল আহমেদের রাজনীতি না করে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু সমস্যা মোকাবেলার আহবান তোফায়েল আহমেদের - ajkerparibartan.com
রাজনীতি না করে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু সমস্যা মোকাবেলার আহবান তোফায়েল আহমেদের

3:15 pm , August 10, 2019

ভোলা অফিস ॥ ভোলায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান করেছে রেডক্রিসেন্টের ৪০ জন স্বেচ্ছাসেবী। গতকাল শনিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, ডেঙ্গু এখন একটা বৈশ্বিক সমস্যা। সারাবিশ্বের কোটি কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ফিলিপাইনে ১ লাখ ২০ হাজার আক্রান্ত হয়েছে এবং ৫শ’ মারা গেছে। আজ শুধু বাংলাদেশ নয় ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে ইউরোপে অনেক দেশ ডেঙ্গু আক্রান্ত। আমরা কেউ এ ডেঙ্গুকে যেন রাজনীতি হিসেবে ব্যবহার না করি। এটা মানবিক সমস্যা প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কেউ কাউকে দোষারুপ করে লাভ নাই। এটা ঠিক আরও আগ থেকে পরিস্কার পরিচ্ছন্নতা করা উচিৎ ছিল। সুতরাং রাজনীতি না করে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু সমস্যা মোবাবিলা করি। ডেঙ্গুকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে তোফায়েল আহমেদ আরও বলেন, এখানে করোই রাজনীনি টানা উচিৎ না। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে তিনি লোক দেখানো কার্যক্রম না করে আন্তরিকভাবে এগিয়ে আসার আহবান জানান।
জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু’রসভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সিভিল সার্জন ডা.রথীন্দ্র নাথ মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আজিজুল ইসলাম। রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা চেম্বার অব কমার্স এবং স্বাস্থ্যবিভাক যৌথভাবে এর আয়োজন করেন। তোফায়েল আহমেদের উদ্বোধণ ঘোষণার পর পর জেলা যুব রেডক্রিসেনন্ট প্রধান সাংবাদিক আদিল হোসেন তপু’র রক্ত দেওয়ার মধ্যদিয়ে রক্তদান কার্যক্রম শুরু হয়। এছাড়া ডেঙ্গুরোগীদের রক্তের প্রয়োজন মিটানোর জন্য রেডক্রিসেন্টের পক্ষ থেকে রক্তদাতা প্রস্তুত রাখার ঘোষণা দেওয়া হয়। এ পর্যন্ত জেলায় ২শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে বলে সভায় সিভিল সার্জন জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT