2:58 pm , August 9, 2019
পরিবর্তন ডেস্ক ॥ চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগস্ট থেকে অক্টোবর– এ তিন মাসের আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলছে। অবশ্য ঘূর্ণিঝড় যে হবেই এমন না। তবে হওয়ার সম্ভাবনা আছে। সব তথ্য-উপাত্তের ভিত্তিতে আবহাওয়া অধিদফতর এই পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, তিন মাসের দীর্ঘমেয়াদী এ পূর্বাভাসে আগস্টে স্বাভাবিকের চেয়ে এবং পরবর্তী দুই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। আর এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদফতর আরও বলছে, ইতোমধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।