3:07 pm , August 8, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী সাইদুজ্জামান মালেক হাওলাদার ওরফে গাঁজা মালেক নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল হতে উদ্ধার করা হয়েছে ২টি ওয়ান শুটার গান, একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের ও ৪ রাউন্ড ওয়ান শুটার গানের গুলি, ৭২৫ পিস ইয়াবা ও মাদক ব্যবসার ২ হাজার ১২০ টাকা। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে নগরীর জাগুয়া এলাকার চৌপাশার পুল সংলগ্নে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন র্যাব-৮ এর মিডিয়া উইং এর প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার রইচ উদ্দিন। নিহত মালেক ওরফে গাঁজা মালেক নগরীর কেডিসি বস্তি (রাজ্জাক স্মৃতি কলোনী) এলাকার এনতাজ ফকিরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক নিয়ন্ত্রন আইন ও নারী নির্যাতন সহ এক ডজনের বেশি মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে। র্যাব-৮ এর মিডিয়া উইং এর প্রধান অতিরিক্ত পুলিশ সুপার রইচ উদ্দিন বলেন, গোপন সংবাদে ভিত্তিতে মাদক কেনা-বেচার খবর পেয়ে জাগুয়া এলাকার চৌপাশার পুল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৮ এর একটি বিশেষ অভিযানিক দল। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। তখন জান-মালের নিরাপত্তায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশীকালে শীর্ষ মাদক ব্যবসায়ী গাঁজা মালেককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। তাছাড়া ঘটনাস্থলে তল্লাশী করে অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পাশাপাশি ময়না তদন্ত শেষে দুপুরে নিহতের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। পরে বিকালে বন্দুকযুদ্ধে নিহত মালেককে মুসলিম গোরস্থানে দাফন করা হয়।