3:21 pm , August 7, 2019
পটুয়াখালীর বাউফলে সংগীত গুরুর মেয়েকে (১৪) শ্লীলতাহানির চেষ্টার অপরাধে শিষ্য মো. ইমরান (১৮) নামে এক বখাটেকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পিজুষ চন্দ্র দে এই রায় দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সংগীতের প্রতি প্রচুর প্রেম ইমরানের৷ তাই নিজের উপজেলা ছেড়ে বাউফলে ওই গুরুজির কাছে গানের তালিম নেয়া শুরু করে সে। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও সে তালিম নিতে আসে গুরুজির বাড়ি। এ সময় তিনি (গুরুজি) বাড়ি না থাকার সুযোগে পানি পানের অজুহাতে তার কিশোরী (১৪) মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে ইমরান৷ কিন্তু ওই কিশোরীর উপস্থিত বুদ্ধির কাছে পরাস্ত হয়ে স্থানীয়দের হাতে পিটুনি খায় সে।
ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পিজুষ চন্দ্র দে বলেন, একটি মেয়ের শ্লীলতাহানির চেষ্টার অপরাধে মো. ইমরান (১৮) নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এদিকে ইউএনওর এমন পদক্ষেপ এলাকার সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।