3:10 pm , August 6, 2019
কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়ার পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে আল-আমীন (২৮) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে কুয়াকাটার পশ্চিম কুয়াকাটা গ্রামের একটি তাল গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে জেলের লাশটি ঝুলানো অবস্থায় উদ্ধার করা হয়। জেলের লাশটি মাটির সঙ্গে পা মেশা অবস্থায় ঝুলানো ছিল। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা জেলে আত্মহত্যা করেছে। নিহতের পাশে একটি ফান্টার বোতল পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতের যেকোন সময় এ ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা ধারনা করছেন। আল আমিন কুয়াকাটায় শ^শুর আব্দুল আজিজের বাড়িতে বসবাস করতো। আল আমীন পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রা কুঞ্জের আঃ রাজ্জাক এর ছেলে। মহিপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে, আল-আমিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। এঘটনায় মহিপুর থানায় ইউডি মামলা হয়েছে।