3:05 pm , August 6, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ উল আজহায় কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার নিদের্শ দিয়েছেন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। কোরবানির পশুর রক্ত ও বিভিন্ন বর্জ্য নির্দিষ্ট স্থান থেকে ভ্যান, ট্রাক ও আধুনিক যানবাহন দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে। সেই আলোকে ইতোমধ্যে প্রস্তুতি সভা করা হয়েছে। দ্বায়িত্ব বন্টন করা হয়েছে। সেই আলোকে ঈদের ২য় দিন বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ড থাকবে পরিস্কার পরিচ্ছন্ন ও জীবানু মক্ত। নগরীর ৩০টি ওয়ার্ডে ১৪২টি স্থানে এ বছর পশু কোরবানির জন্য নিধারিত স্থান র্নিধারণ করা হয়েছে। এ তথ্যের সত্যত্তা নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা রেজাউল করিম রেজা।
তিনি জানান, ‘আমাদের এক হাজার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে। ময়লা-আবর্জনা বহনের জন্য রয়েছে ২২টি ট্রাকসহ আধুনিক বেশকিছু যানবাহন রয়েছে। ঈদুল আজহায় এলাকা ভিত্তিক ময়লা পরিবহনের জন্য ভ্যান ব্যবহার করে পরিচ্ছন্নতা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে। বিসিসি সূত্রে জানা গেছে, গতবছরের মতো এবারেও প্রতিটি ওয়ার্ডে পশু কোরবানির জন্য স্থান নির্ধারণ করে দেবে নগর ভবন কর্তৃপক্ষ। যেখানে এলাকা ভিত্তিকভাবে সবাই মিলে পশু কোরবানি দেবে এবং পশুর বর্জ্য সেখানে নির্ধারিত স্থানে বস্তা ভরে রাখবে। পরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেখান থেকে বর্জ্য অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন। তবে এর বাহিরে যদি কেউ নিজ বাড়িতে পশু কোরবানি দেয়, তাদের নিজ ব্যবস্থাপনায় পশুর কোরবানির বর্জ্য সেখান থেকে অপসারণ করতে হবে নয়তো নির্ধারিত স্থানে নিয়ে রাখতে হবে। এব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, ‘ কয়েক বছরের মতো এবারেও প্রতিটি ওয়ার্ডে পশু কোরবানির জন্য স্থান নির্ধারণ করা হচ্ছে। এবছর ১৪২টি স্থানে এই পশু কোরবানি করা হবে। সিটি মেয়রের নির্দেশে কোরবানির ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারন করা হবে।’