3:04 pm , August 6, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়ান দিবস পালন করেছে জাতীয় রবীন্দ্রসংঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখা। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর অশি^নী কুমার হলে আলোচনা সভা ও রবীন্দ্র সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সম্মিলন পরিষদ বরিশাল শাখা সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এ্যাড. এসএম ইকবাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী ও কবি আসমা চৌধুরী। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।