মেয়র সাদিক’র কারনে মা-বাবার কাছে ফিরেছে দুই শিশু মেয়র সাদিক’র কারনে মা-বাবার কাছে ফিরেছে দুই শিশু - ajkerparibartan.com
মেয়র সাদিক’র কারনে মা-বাবার কাছে ফিরেছে দুই শিশু

3:29 pm , August 5, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় ট্রেন থেকে নগরীর দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশু জান্নাত ও হাসান মায়ের সাথে ঢাকায় গিয়ে হারিয়ে যায়। লঞ্চ যোগে ঢাকায়  পৌছে  কুমিল্লার ট্রেনে উঠে পড়ে জান্নাত ও হাসান। ট্রেন ছেড়ে দেয়ায় তার মা পারভীন ট্রেনে উঠতে পারেনি। ট্রেন কুমিল্লায় থামার পর সেখানে কাঁদতে দেখে তাদের উদ্ধার করে কুমিল্লার নাঙ্গলকোট থানায় সোপর্দ করে স্থানীরা। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সঠিক ঠিকানা বলতে না পারলেও মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে চিনেন বলে জানান হারিয়ে যাওয়া দুই শিশু। তারা বলে আমাদেরও সাদিক ভাই চিনে, আমরা তার বাসায় অনেকদিন ভাতও খাইছি। তাদের দেয়া তথ্য মতে কুমিল্লার পুলিশ মেয়র সাদিক আবদুল্লাহর সাথে যোগাযোগ করলে শিশু দুটির ঠিকানা খুজে বের করেন সাদিক আবদুল্লাহ। কুমিল্লার নাঙ্গলকোট থানার এসআই দিবাকর রায় বলেন, ‘ট্রেনে বাচ্চা দুইটিকে কান্না করতে দেখে স্থানীরা। তবে তাদের পাশে তাদের মা ছিল না। পরে তারা বরিশাল থেকে এখানে এসেছে বলে জানান। পাশাপাশি বরিশাল সিটি মেয়রের নাম বলে। পরে বরিশাল সিটি মেয়রের সাথে আলোচনা করে বরিশালে নিয়ে আসা হয়েছে। পরে তাদের মায়ের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ জানান, তারা নগরীর নথুল্লাবাদ লোহার পুল এলাকার হাবীব মিয়া ও পারভীনের সন্তান। তার উদ্যোগে কুমিল্লা থেকে শিশু দুজনকে পুলিশের কাছ থেকে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT