বঙ্গোপসাগর থেকে এক জেলের লাশ উদ্ধার বঙ্গোপসাগর থেকে এক জেলের লাশ উদ্ধার - ajkerparibartan.com
বঙ্গোপসাগর থেকে এক জেলের লাশ উদ্ধার

3:28 pm , August 5, 2019

কলাপাড়া প্রতিবেদক ॥ পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় মো. রবিউল ইসলাম (২২) নামের এক নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বঙ্গোপসাগরে স্থাপন করা পায়রা বন্দরের দ্বিতীয় বয়ার কাছ থেকে নিমজ্জিত এফবি মায়ের দোয়া মাছধরা ট্রলারের নিখোঁজ ওই জেলের লাশ ভাসতে দেখে সমুদ্রে মাছ ধরারত অন্যান্য জেলেরা উদ্ধার করে মৎস্য বন্দর মহিপুর থানায় নিয়ে আসে। ওই ট্রলালের অপর নিখোঁজ হওয়া জেলে রাজা মিয়া নামে অপর এক জেলে এখনও নিখোঁজ রয়েছে।উল্লেখ্য, গত শনিবার শেষ বিকালে বঙ্গোপ সাগরে মাছ শিকার শেষে মহিপুর মৎস্য বন্দরে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোড়ে এফবি মায়ের দোয়া নামের ওই ট্রলারটি ডুবে যায়। প্রায় দুই ঘন্টা সাগরে ভাসার পর অপর একটি মাছ ধরা ট্রলারের জেলেরা সমুদ্রে ভাসমান ১১ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।এব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, নিখোঁজ জেলে মো. রবিউল ইসলাম গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের মো. শাজাহান মিয়ার ছেলে এবং রাজা মিয়া একই গ্রামের আরশেদ প্যাদার ছেলে। উদ্ধার হওয়া জেলে রবিউলের লাশ তার স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT