স্ত্রী ও সন্তানের স্বীকৃতি চায় নাজমিন স্ত্রী ও সন্তানের স্বীকৃতি চায় নাজমিন - ajkerparibartan.com
স্ত্রী ও সন্তানের স্বীকৃতি চায় নাজমিন

3:00 pm , August 4, 2019

বাউফল প্রতিবেদক ॥ বাউফলে স্ত্রীর স্বীকৃতি ও নবজাতকের পিতৃ পরিচয় পেতে দুয়ারে দুয়ারে ঘুরছে নাজমিন আক্তার নামের এক কুমারী মা (১৭)। রবিবার এমন অভিযোগ এনে উপজেলার কালাইয়া ইউপি চেয়ারম্যান এবং বাউফল থানা পুলিশের কাছে বিচার চেয়েছে নাজমিন আক্তার। বাউফলের পাশ্ববর্তী এলাকা দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আবুল কালামের মেয়ে নাজমিন আক্তার জানান, সে এসএসসি পরীক্ষা দেয়ার পর সংসারের হাল ধরতে এলাকা ছেড়ে নারায়নগঞ্জের জননী গার্মেন্টস্ েকাজ করতো। তার আপন খালাতো ভাই বাউফলের নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার কালাম মৃধার ছেলে মনির মৃধা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নারায়নগঞ্জ থেকে তার বাড়ি নিয়ে আসে এবং প্রতিনিয়ত দৈহিকসম্পর্ক গড়ে তোলে।এরফলে নাজমিন অন্তঃস্বত্তা হয়ে পড়লে নাজমিন মনিরকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু এতে মনির কর্ণপাত করেনি। বরং অন্তঃস্বত্তা অবস্থায়ও মনির নাজমিনের সাথে দৈহিক সম্পর্ক বজায় রাখে বলে নাজমিন অভিযোগ করেন। এক পর্যায়ে গত ৩০ জুলাই নাজমিনের একটি কন্যা সন্তান জন্ম নেয়। নাজমিন বিয়ে করে তাকে স্ত্রীর স্বীকৃতি এবং নবজাতকের পিতৃ পরিচয় দেয়ার জন্য মনিরকে আবারো চাপ দিতে থাকলে মনির তাকে বিয়ে করবে না এবং সন্তানেরও পরিচয় দেবে না বলে জানিয়ে দেয়। এমতাবস্থায় নাজমিন স্ত্রীর স্বীকৃতি এবং সন্তানের পিতৃ পরিচয় পেতে কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম.ফয়সাল আহমেদ সহ বাউফল থানা পুলিশের দারস্থ হয়। এব্যাপারে জানতে মনিরের ০১৭৪১১৮৮১৩৮ নম্বরে বারবার ফোন দেয়া হলেও সে ফোন রিসিভ করেনি। এবিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আমি জেলা সদরে আছি। চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি। নাজমিনকে থানায় এসে অভিযোগ দেয়ার কথা বলেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT