2:59 pm , August 4, 2019
কলাপাড়া প্রতিবেদক ॥ দুবৃত্তদের ছরিকাঘাতে পটুয়াখালীর কলাপাড়া পায়রা সমুদ্র বন্দরের নির্বাহী প্রকৌশলী মোস্তফা আশিক আলী (৩৩) গুরুতর জখম হয়েছে। কর্মস্থল থেকে বন্দর অফিসে ফেরার পথে শনিবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রাম (পায়রাবন্দর সংলগ্ন) এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
শনিবার রাতে এ ঘটনায় পায়রা বন্দরের তত্ত্বাবধায়ক মো. শাহ আলম বাদি হয়ে কলাপাড়া থানায় শাকিল আহমেদ মধু ও জুলিয়াত তালুকদারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। রাতেই পুলিশ ইটবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে শাকিল আহমেদ মধু (২৫) ও জুলিয়াত তালুকদার (২৪) নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে। পায়রা বন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. সোহেল মীর জানান, মোস্তফা আশিক আলী পায়রা বন্দরের প্যাকেজ-২ প্রকল্পের আন্ধারমানিক নদের ওপারের লালুয়ার কাজ তদরকী করে টিয়াখালী বন্দরের অফিসে ফিরছিলেন। কলাপাড়া-কুয়াকাটা বিকল্প সড়কের বালিয়াতলী পয়েন্টের খেয়া পার হয়ে মোটরসাইকেল যোগে পায়রা বন্দরে যাওয়ার পথে ইটবাড়িয়া এলাকায় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। প্রথমে তাঁকে লাঠি দিয়ে পেটানো হয়। পরে ছুরি দিয়ে আঘাত করা হয়। ছুরির আঘাতে তাঁর পিঠ ও বুকে ক্ষত সৃস্টি হয়েছে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বালিয়াতলীর খেয়া পার হওয়ার সময় এক তরুণের মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগা নিয়ে নির্বাহী প্রকৌশলীর সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই তাঁর ওপর কয়েক তরুণ হামলা চালিয়েছে।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শওকত জাহান বলেন, মোটর সাইকেলে ধাক্কা লাগার ঘটনা নিয়ে মূলত এ ঘটনা ঘটেছে। মামলার এজাহারের দুই আসামীকে শনিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।