2:56 pm , August 4, 2019
চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনে ঢালচরের সাগার মোহনায় প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময়ে ট্রলারে থাকা ৬ জেলে নিখোঁজ হয়েছেন বলে মৎস্য ঘাট সুত্রে জানগেছে। গতকাল রোবাবার দুপুরে ঢালচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনার বসু মাঝির চর এলাকার অদুরে এই দূর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন, জেলে ট্রলারের মাঝি ইব্রাহিম, বজলু , আবদুর রহমান, ইসমাইল, সালাউদ্দিন, বাচ্চু মাঝি।
এদের মধ্যে নিখোঁজ ৪ জেলের বাড়ি ঢালচর ইউনিয়নে এবং দুজনের বাড়ি চরফ্যাসনের আসলাপুর ইউনিয়নের বলে জানা গেছে।
ঢালচর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, শনিবার রাতে ঢালচরের ইব্রাহিম মাঝি তার ট্রলারের ৬ জেলে নিয়ে সাগরের মোহনায় ইলিশ শিকারে যান।রোববার দুপুরে প্রচ- ঢেউয়ের কবলে পড়ে ঢালচরের ইব্রহিম মাঝির ট্রলারটি ৬ জেলেকে নিয়ে ডুবে যায়। ঘটনার পরই বিভিন্ন ট্রলারের সহযোগীতায় জেলেরা ডুবে যাওয়া ট্রলারসহ ৬ জেলেকে উদ্ধারের চেষ্টা করলেও প্রচন্ড ঢেউয়ের কারনে উদ্ধার করতে পারেনি। এসংবাদ লেখা পর্যান্ত ট্রলারসহ ৬ জেলে নিখোঁজ রয়েছেন। ট্রলার ডুবির খবরে আতঙ্কে ও উৎকণ্ঠায় রয়েছেন ট্রলার মালিক ও জেলে পরিবারের সদস্যরা।
দক্ষিণ আইচা থানার ওসি মো.মাছুম তালুকদার জানান, কোস্টগার্ড ও পুলিশ স্থানীয়দের সহায়তায় জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।