2:54 pm , August 4, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান সাবিদের শ্বশুর মুক্তিযোদ্ধা আজাহার আলী খানের জানাজ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯ টায় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ১১ টায় পূর্ব দপদপিয়া এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে নাতীনাতনি আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এই দিকে কাউন্সিলর তৌহিদুর রহমান সাবিদের শ্বশুরের মৃত্যুর সংবাদ পেয়ে তাকে দেখতে যান বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ। সাবিদের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।