2:52 pm , August 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ কাভার্ড ভ্যানের চাপায় নিহত ট্রাফিক সার্জেন্ট এসএম গোলাম কিবরিয়া মিকেল ও তার স্ত্রী সার্জেন্ট মৌসুমী আক্তার দম্পত্তির নগরীর ভাড়া বাসায় ঘরে চুরি করা সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ১৫ দিন পর চোর চক্রের দুই সদস্য ছাড়াও চুরি করা স্বর্নালংকার ক্রয়কারী নগরীর কাটপট্টি এলাকার মা জুয়েলার্স এর মালিক শ্যামল কুমার দে’কে আটক করা হয়েছে। এছাড়াও চোরাই নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল সেটসহ মুল্যবান মালামাল উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে নগরীর আমানতগঞ্জ ও কাটপট্টি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সংঘবদ্ধ চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলো- আমানতগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল গফুর এর ছেলে মো. আনোয়ার হোসেন ও তার সহযোগী একই এলাকার বাসিন্দা রিয়াদ। এদের মধ্যে চোর চক্রের মুল হোতা আনোয়ারের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এর আগে গত ১৯ জুলাই শুক্রবার জুমা নামাজের সময় নগরীর মুন্সী গ্যারেজ এলাকার নিহত মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়া’র ভাড়াটিয়া বাসার তালা ভেঙ্গে নগদ টাকা চুরি করে। ওইদিন সার্জেন্ট কিবরিয়ার রুহের মাগফেরাত কামনায় গ্রামের বাড়ি মির্জাগঞ্জে আয়োজিত দোয়ামোনাজাতে অংশ নিতে স্ত্রী সার্জেন্ট মৌসুমী সহ পরিবারের সদস্যরা সেখানে অবস্থান করছিলেন।
এই ঘটনায় ২০ জুলাই কোতয়ালী মডেল থানায় সার্জেন্ট মৌসুমী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে সিসি ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেজ এর সহযোগিতায় চোর চক্রের সদস্যদের সনাক্ত এবং তাদের গ্রেফতার করে পুলিশ।
চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার ও জুয়েলার্স ব্যবসায়ীকে আটকের বিষয়টি স্বীকার করেছেন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আকরাম হাসান। তবে অভিযান অব্যাহত থাকায় এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি। অভিযান শেষ করে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
কোতয়ালী মডেল থানার অপর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চোর চক্রের হোতা আনোয়ার নিহত সার্জেন্ট গোলাম কিবরিয়ার বাসায় চুরির অপরাধ স্বীকার করেছে। শুধু তাই নয়, নগরীতে আরো এক পুলিশ কর্মকর্তা সহ মোট ১৫টি ঘরে সে চুরি করেছে বলে পুলিশকে জানিয়েছে। সেইসব বাড়ি থেকে চুরি করা স্বর্ণাংলকার কোতয়ালী থানার পার্শ্ববর্তী কাটপট্টি রোডের মা জুয়েলার্সে প্রতি ভরি ২৫ হাজার টাকা মূল্যে বিক্রি করে।রাতেই জুয়েলার্সে অভিযান চালিয়ে এর মালিক শ্যামলকে আটক ও চোরাই স্বর্ণ বিক্রির চারটি রশিদ উদ্ধার করে। রাতের মধ্যে এই ঘটনায় গ্রেফতারকৃতদের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে ওই সূত্রটি।অপরদিকে পুলিশের সুত্র নিশ্চিত করেছে, এ চক্রটি নগরীতে দিনে চুরি করে। দীর্ঘদিন ধরে তারা এ কাজের সাথে সম্পৃক্ত রয়েছে স্বর্ন ব্যবসায়ী মা জুয়েলার্সের শ্যামল। সে এক বছর ধরে চক্রের চুরি স্বর্নালংকার কম দামে ক্রয় করে। চোরাই চক্রের কাছ থেকে কেনা স্বর্নালংকার শ্যামল ব্যাংকে গচ্ছিত রেখেছে। ব্যাংক থেকে চোরাই আট ভরি স্বর্নালংকার উদ্ধার করা হয়েছে বলে নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছে।