3:03 pm , August 3, 2019
ইমরুল কায়েস (ববি) ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সম্মান শ্রেনীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে কতৃপক্ষ নিশ্চুপ রয়েছে। ইতিমধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলেও ববি কতৃপক্ষ নীতিগত সিদ্বান্ত নিতে পারেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, ভর্তি পরীক্ষা কবে হবে, প্রশ্ন পদ্ধতি কেমন হবে, কত ইউনিটের পরীক্ষা নেয়া হবে এ নিয়ে এখনো কোন আলোচনায় করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে, গত ২৭ মে থেকে উপাচার্য পদে রুটিন (অতিরিক্ত) দায়িত্ব পালন করছেন ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান। উপাচার্যের দায়িত্ব পালন করলেও নিতে পাচ্ছেন না গুরুত্বপূর্ণ কোন সিন্ধান্ত। ফলে ভর্তি পরীক্ষা নিয়ে এক ধরণের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুমন হোসেন বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে সবসময়ই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরণ, ভর্তি পরীক্ষার দিনক্ষন, ইউনিট নিয়ে আলাদা আলাদা পরিকল্পনা থাকে। তাঁরা সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করে। ফলে যত তাড়াতাড়ি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে,ততই তাদের জন্য মঙ্গল হবে। আবার যারা দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দিবে তারাও আশায় থাকে কোথায় তারা সুযোগ পাবে কি না। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এ ব্যাপারে সিন্ধান্ত নিবে। ভর্তি পরীক্ষা কবে হবে, প্রশ্নের ধরণ (নৈব্যক্তিক প্রশ্নের সাথে রচনামূলক প্রশ্ন সংযোজন করা হবে কিনা), এবারো কি তিন ইউনিটে পরীক্ষী নেওয়া হবে কিনা ? বিভাগ পরিবর্তন উঠিয়ে আলাদা ডি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে এখনো আমাদের কোন আলোচনা সভা হয়নি। ফলে ভর্তি পরীক্ষা কোন সিন্ধান্ত আমরা নিতে পারিনি। আশা করি খুব শীর্ঘই আলোচনা করে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।