3:30 pm , August 2, 2019
কুয়াকাটা প্রতিবেদক ॥ পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতা রাখার লক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বে-সরকারি সংস্থা গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও এস এস ডিপি’র সহায়তায় এ কর্মসূচী পালন করে। এ উপলক্ষে একটি র্যালী বের হয়। র্যালীটি পর্যটন নগরী কুয়াকাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পর্যটন ইয়ুথ ইন অডিটরিয়ামে এক আলোচনা সভায় অংশ নেয়।
এস এস ডিপি’র নির্বাহী পরিচালক মো.হাবিবুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা, বেসরকারী সংস্থা গ্রাম বাংলা উন্নয়ন কমিটি’র নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ, মহিপুর থানার উপ-পরিদর্শক মো. ইদ্রিস, কুয়াকাটা হোটেল মোটেল ওনার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব শরীফ, পৌর কাউন্সিলর মো.শাহ আলম,কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাইদ প্রমুখ। সভা শেষে সৈকতের ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালান হয়। এ সময় সভায় ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় গন্যমান্য, মাধ্যমিক স্তরের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।