3:20 pm , August 2, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের তরুনীদের নিয়ে গড়ে ওঠা ডিজিটাল ফেসবুক গ্রুপ ‘মানবী’ নিজেদের উদ্ভাবন, ভাবনা ও উৎপাদিত পন্যের প্রদর্শন ও বিপননের উদ্দেশ্যে দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলে মেলার উদ্বোধণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সহধর্মিনী লিপি আব্দুল্লাহ। এসময় ‘মানবী’র সদস্যরা বলেন, প্রধানমন্ত্রীর মধ্যম আয়ের দেশ গড়ার প্রত্যয়ের পথে সহযোদ্ধা হয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার কথা ব্যক্ত করেন। মেলার আয়োজক কমিটির সভাপতি আফসানা মিম ও আহ্বায়ক তানিমা রহমান খান জানান, উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী ও ক্রেতার উপস্থিতিতে অনুষ্ঠিত এই মেলায় ‘মানবী’র ২৫টি স্টলে পন্যসামগ্রী প্রদর্শন করা হয়। মেলা রাত ৯টা পর্যন্ত চলমান ছিলো।