3:31 pm , August 1, 2019
লালমোহন প্রতিবেদক ॥ লালমোহনে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মনির (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার মনাগো বাড়িতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাত ১২ টার দিকেপুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মনির ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।
এব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ রানা বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে সকালে লাশটির ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়। খবর নিয়ে জানতে পারি, গত ২ বছর যাবৎ মনির মানসিকভাবে অসুস্থ্য ছিলো। ঘটনার দিন রাতে তার মায়ের সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে মনির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় তার পরিবারের লোকজন।