কলাপাড়ায় ১০ লক্ষ গাছের চারা বিতরণ ও রোপন কলাপাড়ায় ১০ লক্ষ গাছের চারা বিতরণ ও রোপন - ajkerparibartan.com
কলাপাড়ায় ১০ লক্ষ গাছের চারা বিতরণ ও রোপন

3:30 pm , August 1, 2019

কলাপাড়া প্রতিবেদক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় ১০ লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ছাত্রছাত্রীদের মাঝে চারা গুলো বিতরন করা হয়।
কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিকুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাস।
সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহী আতœার মাকফিরাত কামনা করে দোয়া মোনাজাত, ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ ও পৌরসভা চত্ত্বরে গাছের চারা রোপন করা হয়। এসময় রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT