ডেঙ্গুই একমাত্র সমস্যা না আমাদের অনেক সমস্যা আছে -জেলা প্রশাসক ডেঙ্গুই একমাত্র সমস্যা না আমাদের অনেক সমস্যা আছে -জেলা প্রশাসক - ajkerparibartan.com
ডেঙ্গুই একমাত্র সমস্যা না আমাদের অনেক সমস্যা আছে -জেলা প্রশাসক

3:29 pm , August 1, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেছেন, আমাদের সমাজে ভাল কথা ভাইরাল হয় না, মিথ্যা কথা ভাইরাল হয় বেশী। আমরা চাই না বরিশালে বিনা চিকিৎসায় কেউ যেন মারা না যায়। এ ঘটনাকে কেন্দ্র করে কোন গোষ্ঠি অপ-প্রচার করে ফায়দা লুঠতে না পারে সেদিকে লক্ষ্য রেছে সচেতন হয়ে কাজ করতে হবে। সকল ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গুই একমাত্র সমস্যা না আমাদের অনেক সমস্যা আছে। অন্যদিকে ভাল কথায় কেহ সচেতন হতে চায় না। শাস্তি যোগ্য অপরাধের আওতায় আনা হলে সকলকেই সচেতন করা সম্ভব হবে। তাই নিজ নিজ সরকারী-বেসরকারী দপ্তর, সকল শিক্ষা প্রতিষ্ঠান,বাসা-বাড়ি ও আশ-পাশের ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সকল সমাজের মানুষের প্রতি আহবান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক দপ্তরের সম্মেলন কক্ষে নিজ নিজ পরিস্কার রাখি আঙ্গিনা,সবাই মিলে সুস্থ থাকি মশক নিধনে কাজ করি’ এ প্রতিপাদ্য নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক এবং কার্যকারী প্রদক্ষেপ গ্রহণ বিষয়ক সভায় এ আহবান জানানো হয়।
এ সময় উন্মুক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার আঃ রাকিব, জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা আঃ লতিফ, জেলা ডিপুটি মুক্তিযোদ্বা সংসদ কমান্ডার বীর প্রতিক মহিউদ্দিন মানিক, বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আনোয়ার হোসেন,জেলা ও প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন,বিসিসি ভেটেনারী চিকিৎসক রবিউল ইসলাম, বরিশাল বেসরকারী রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক ডাঃ আনোয়ার হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সহ নগরীর সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,বেসরকরী উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিগন ও স্বেচ্ছাসেবক সংগঠনের যুব কর্মীরা অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান আরো বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মশক নিধন ¯েপ্র মেসিন ক্রয় করে ব্যবহার করার জন্য আহবান জানান।
বরিশাল সিটিতে পরিস্কার পরিচ্ছন্নতা রাখার জন্য বিসিসিকে নজরদারী রেখে কাজ করতে হবে এক্ষেত্রে নগরবাসী আইন অমান্য করলে সিটি কর্তৃপক্ষ আইনগত সহায়তা চায় তাহলে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগীতা করা হবে।
এছাড়া বরিশাল-ঢাকা যাত্রীবাহী লঞ্চ ও বাসে মশক ঔষধ ব্যবহার জন্য নির্দেশ দেয়া হয়। তাছাড়া সকল বাসা বাড়িতে মশারী ব্যবহার করার জন্য আহবান করেন।
অপরদিকে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর বিভিন্ন ড্রেন ও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় ফগার মেসিন দিয়ে মশক নিধন ঔষধ ¯েপ্র করা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT