ভাতিজী ধর্ষণ ও হত্যার দায়ে চাচার ফাঁসি ভাতিজী ধর্ষণ ও হত্যার দায়ে চাচার ফাঁসি - ajkerparibartan.com
ভাতিজী ধর্ষণ ও হত্যার দায়ে চাচার ফাঁসি

3:26 pm , August 1, 2019

পিরোজপুর প্রতিবেদক ॥ মঠবাড়িয়া উপজেলায় আপন ভাইয়ের কিশোরী মেয়েকে ধর্ষণের পর হত্যার দায়ে এক জনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত। বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. মিজানুর রহমান। এসময় তাকে আরো ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামি জেলার মঠবাড়িয়া উপজেলার নলি তুলাতলী গ্রামের আব্দুর রশিদের ছেলে নুর মোহাম্মদ (৪০)। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২১ মার্চ আসামি তার আপন ভাইয়ের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী আমেনাকে (১৪) ধর্ষণ শেষে হত্যার পর বাড়ির পাশের একটি খালে ফেলে দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে এবং থানায় একটি হত্যা মামলা দায়ের করে নুর মোহাম্মদকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করার পর দীর্ঘ স্বাক্ষ্য প্রমানের পর আসামি দন্ড বিধির ১৬৪ ধারায় হত্যা ও ধর্ষণের ঘটনা স্বীকার করায় বিচারক এ রায় প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইবুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা ও আসামি পক্ষে অ্যাডভোকেট কানাই লাল বিশ^াস এ মামলা পরিচালনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT