3:13 pm , July 31, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ ক্যাম্পাসে ঢুকতে বাঁধা দেয়ায় বরিশাল নগরীর সিটি কলেজ-এর প্রিন্সিপালকে মারধর করেছে বহিরাগত বখাটেরা। গতকাল বুধবার বেলা সকাল সাড়ে ১১টার দিকে নগরীর প্রানকেন্দ্র সদর রোডে সিটি কলেজ ক্যাম্পাসে মারধরে আহত প্রিন্সিপাল সুজিত কুমার দেবনাথকে বরিশাল শের এ বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলার সঙ্গে জড়িত বখাটে রুবেলকে আটক করার কথা জানিয়েছে। সিটি কলেজের হিসাব সহকারী সায়েদুর রহমান জানান, সম্প্রতি কলেজ ক্যাম্পসে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। ক্যাম্পাসে প্রবেশের প্রধান গেটে নিরাপত্তা রক্ষীদের রাখা হয় যাতে বহিরাগতরা ঢুকতে না পারে। বুধবার সকাল সাড়ে ১১ টার সময় রুবেল, ইয়াসিন হোসেন জুয়েল ও সৌরভ বালা সহ ৫-৭ জন বখাটে ক্যাম্পাসে ঢুকতে চাইলে নিরাপত্তা কর্মীরা বাঁধা দেয়। খবর পেয়ে প্রিন্সিপাল সুজিত কুমার নাথ গেটে এলে বখাটেরা তার উপর চড়াও হয়। লাঠিসোটা দিয়ে পিটিয়ে অধ্যক্ষকে জখম করে বখাটেরা। খবর পেয়ে কলেজের শিক্ষার্থীরা প্রধান ফটকে পৌছে বখাটেদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। বিএমপি’র কোতয়ালী থানার এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে রুবেলকে আটক করতে সক্ষম হয়।