পিরোজপুরে ডেঙ্গু জ্বরে দুজনের মৃত্যু পিরোজপুরে ডেঙ্গু জ্বরে দুজনের মৃত্যু - ajkerparibartan.com
পিরোজপুরে ডেঙ্গু জ্বরে দুজনের মৃত্যু

3:11 pm , July 31, 2019

তরিকুল ইসলাম,পিরোজপুর ॥ ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে বুধবার দুপুর পর্যন্ত পিরোজপুর জেলা হাসপাতালে পাঁচ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বুধবার সকালে আনোয়ার সুলতানা নামে একজন ভর্তি হয়েছেন। অন্যরা হলেন সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের হরিণা গাজীপুর গ্রামের সুলতান মৃধার পুত্র জাবের হোসেন (২৫)। তিনি ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি এসেছেন। কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের রহমান শেখের পুত্র রিয়াজ শেখ (৩৫) ও কলাখালী ইউনিয়নের পুখুরিয়া গ্রামের হোসেন গাজীর পুত্র ইমরান হোসেন (২৬), সদর উপজেলার উদয়কাঠী গ্রামের সঞ্জয় সিকদারের স্ত্রী সুপর্ণা সিকদার (২৭) ও পাশ^বর্তি মোড়েলগঞ্জ উপজেলার ছোট কুমার খালি গ্রামের ইস্কেন্দার আলীর স্ত্রী আনোয়ার সুলতানা (৫০)। তবে আশংকাজন অবস্থার কারনে ইমরান ও মিরাকে বুধবার সকালে এবং জাবেরকে মঙ্গলবার বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। আর সুপর্ণা সিকদার ও আনোয়ারা সুলতানার জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাকিল সরোয়ার বিষটি নিশ্চিত করেছেন।
এ ছাড়াও মঠবাড়িয়া উপজেলায় একজন, নাজিরপুরে একজন ও নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামের নুরুল ইসলাম (৬২) ডেঙ্গতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে নূরুল ইসলামকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সিভিল সার্জন ডাঃ ফারুক আলম নিশ্চিত করেছেন।
এ দিকে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে কাউখালীতে সোহেল হাওলাদার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত সোমবার দুপুরে সোহেল গুরতর অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন কাউখালীর গোসনতারা বাড়ি থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন জানান, মারা যাওয়া সোহেল শেষ মুহুর্তে বরিশাল মেডিকেলে ভর্তি হয়। তাকে চিকিৎসা দেয়ার জন্য যথেষ্ঠ সময় পাওয়া যায়নি, সে কিছুদিন পূর্বে ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়িতে আসে বলে জানায়ায়। চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে সে মারা যান। নিহত সোহেল কাউখালীর গোসনতারা গ্রামের আদম আলীর ছেলে।
এছাড়া গত রবিবার দুপুরে বরিশালে নেয়ার পথে নিগার সুলতানা নৌভ (৩৫) নামের এক গৃহবধু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। সে কাউখালি উপজেলার শিয়ালকাঠি গ্রামের শামসু উদ্দিন খানের স্ত্রী। পরিবারের স্বজনরা জানান, স্বামীর কাছে ঢাকার ধানমন্ডিতে ভাড়া বাসায় থাকালিন ২৪ জুলাই সামান্য জ¦র অনুভব করলে গত ২৫ জুলাই রাতে কাউখালী চলে আসেন। পরে শুক্রবার ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ডেঙ্গু জ¦র ধরা পড়ে। গত রবিবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নিগার সুলতানার মৃত্যু হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT