ঢাকায় ডেঙ্গু আক্রান্ত এক রোগী কলাপাড়া হাসপাতালে ভর্তি ঢাকায় ডেঙ্গু আক্রান্ত এক রোগী কলাপাড়া হাসপাতালে ভর্তি - ajkerparibartan.com
ঢাকায় ডেঙ্গু আক্রান্ত এক রোগী কলাপাড়া হাসপাতালে ভর্তি

3:10 pm , July 31, 2019

কলাপাড়া প্রতিবেদক ॥ ঢাকায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে কিরন শিকদার (৩০) নামের এক ব্যক্তি কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার দুপুরে কলাপাড়া হাসপাতালেরমেডিকেল অফিসার জে,এইচ খান লেলীনের তত্বাবধনে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করছে। কিরন ঢাকা উত্তরার একটি মার্কেটের সিকুরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলো। কিরন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়ার কুদবারচর গ্রামের জগদিশ চন্দ্র শিকদারের ছেলে।
কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন কিরন শিকদার জানায়, তিনি উত্তরার একটি মার্কেটে চাকুরী করেন। সার্বক্ষনিক দাড়িয়ে থাকার কারনে মশার কামড়ে ডেঙ্গুর ভাইরাস শরীরে ছড়িয়ে পরে। এরপর তিনি গত সোমবার অসুস্থ্য হয়ে পরলে তাৎক্ষনিক ‘কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সালমা বিনতে রহমানের কাছে চিকিৎসা গ্রহন করতে যায়। তিনি ডেঙ্গু সনাক্ত করনের পরীক্ষা নিরীক্ষার জন্য বললে কিরন ওইদিন উত্তরার সবুজ বাংলা ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার-২ এর ডেঙ্গু পরীক্ষা করান। সেখানকার প্যাথলজিস্ট দিপজয়তি রায় তার রিপোর্টে তার শরীরে ডেঙ্গু এনএস ১এজি টেস্টের মাধ্যমে ডেঙ্গুর ভাইরাসের উপস্থিতি থাকার বিষয়টি নিশ্চিত করে। এরপর কিরন শিকদার ঢাকার ডেঙ্গু রোগীর সংখ্যা ও চিবিৎসা ব্যবস্থার কথা বিবেচনা করে মঙ্গলবার নিজ বাড়ি মির্জাগঞ্জের মজিদবাড়িয়ার কুদবার চরে পিতা,মাতার কাছে চলে আসে। অবশেষে বুধবার তাদের প্রতিবেশী চিকিৎসক ডাক্তার জে,এইজ খান লেলিনের কর্মস্থল কলাপাড়া হাসপাতালে আসেন চিকিৎসা গ্রহনের জন্য।
কিরন শিকদার আরো জনায়, এখনো মাথা ব্যাথা ও বমি বমি ভাব আছে। ঢাকায় চিকিৎসকের এবং চিকিৎসালয়ে খরচ অনেক বেশি এবং যথাযথ চিকিৎসা পাওয়া দুরহ ব্যাপার। তাই পরিপুর্ণ চিকিৎসা এবং মা বাবার কাছে এসেছি এতেই আমি অর্ধেক সুস্থ্য হয়ে উঠেছি।
এব্যাপারে কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জে,এইচ খান লেলীন জানায়, কিরন শিকদার ঢাকায় বসে ডেঙ্গু জ্বরে কিংবা ভাইরাসে আক্রান্ত হয়ে যথাযথ চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছে। তার বাড়ি মির্জাগঞ্জের কুদবারচর গ্রামে। সে আমার পরিচিত বিধায় তারা মির্জাগঞ্জ থেকে আমার কর্মস্থলে ছুটে এসেছে মানষিক স্বস্তির কারনে। তবে কলাপাড়া উপজেলায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়া কোন রোগী কিংবা আক্রান্ত কোন ব্যক্তি এখন পর্যন্ত শনাক্ত হয়নি। কলাপাড়ায় ডেঙ্গুর ঝুঁকি এখন পর্যন্ত নেই বলেই ধারনা করা হচ্ছে।
কলাপাড়া ৫০ শয্যার হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদার জানায়, ডেঙ্গু ভাইরাস শনাক্তকরনের কোন মেশিন এবং মেডিসিন সরকারি ভাবে এখন পর্যন্ত সরবরাহ করা হয়নি। তবে বাইরের কয়েকটি ক্লিনিকে ডেঙ্গু ভাইরাস সনাক্তকরন পদ্ধতি আছে। আমার কাছে চিকিৎসা নিতে আসা কয়েক জনকে ডেঙ্গু ভাইরাস পরীক্ষার করিয়ে দেখেছি, রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে কলাপাড়া হাসপাতালে আমাদের নিজস্ব উদ্যোগে ডেঙ্গু ভাইরাস সনাক্তকরনের উদ্যোগ গ্রহন করেছি। কলাপাড়া হাসপাতালে ভর্তি হওয়া কিরন শিকদারকে যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে। আশাকরা যাচ্ছে সে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT