মেয়রের ইতিহাস রচনা মেয়রের ইতিহাস রচনা - ajkerparibartan.com
মেয়রের ইতিহাস রচনা

3:07 pm , July 31, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের সবচেয়ে কম বসয়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। যিনি গত এক বছরে নগরবাসীর মন জয় করে ফেলেছেন। গতকাল বুধবার ফের অনন্য ইতিহাস রচনা করলেন জনপ্রিয় মেয়র সাদিক আবদুল্লাহ। তিনি দেশে প্রথম বারের মত হাজার হাজার মানুষের সামনে উন্মুক্ত বাজেট ঘোষনার পাশাপাশি নগরবাসীর বিভিন্ন প্রশ্নে সরাসরি জবাব দেন। এর আগে সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে বাজেট ঘোষনা করেন প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু। বুধবার বিকাল পৌনে ৪টায় নগর ভবন সংলগ্ন ফজলুল হক এভিনিউ সড়কে জনসম্মুখে এই বাজেট ঘোষনা করা হয়। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের ২০১৯-২০ অর্থ বছরের ৫শত ৪৮ কোটি ১০ লক্ষ ৬৭ হাজার ৪৩৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষনার আগে থেকেই হাজার হাজার নগরবাসী অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়। পরে উন্মুক্ত আলোচনার সময় নগরবাসী মেয়র সাদিককে নানা প্রশ্ন করে। মেয়রও তাদের প্রশ্নের সাবলিল উত্তর দেন। এ ছাড়া সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, সুনির্দিষ্ট পরিকল্পনা, শৃঙ্খলা, দাপ্তরিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, কর্পোরেশনে বায়োমেট্রিক হাজিরা চালু, ট্রাফিক ব্যবস্থাপনা, সৌন্দর্য্য বৃদ্ধি, রোড ডিভাইডার স্থাপন, ফুটপাতের কার্ভস্টোনে রং, রাজস্ব আয় বৃদ্ধি, ড্রেনেজ, যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, নতুন নগর ভবন নির্মান, নগরীর ৪৩টি খাল পুন:খনন করা, গুরুত্বপূর্ন ৫টি খালের পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে, বাই সাইকেল লেন ও লিনিয়ার পার্ক নির্মান, নগরীর কীর্তণখোলা নদীর পাড়ে বরিশাল অপেরা, সু উচ্চ বরিশাল ওয়াচ টাওয়ার এবং স্কাই রেস্টুরেন্ট নির্মান সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি বরিশাল সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি  এবং বরিশাল শহরের মধ্যে মেট্রো রেল চালু সহ ১০টি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহনের বিষয়ে আলোচনা করেন। সিটি মেয়র বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা নগরবাসীর সেবায় নিয়োজিত থাকবে। কেননা এই সেবার মাধ্যমেই তাদের সংসার চলে। কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি নগর ভবনে বসে সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাহলে সেই কর্মকর্তা বা কর্মচারীকে বেঁধে রেখে আমাকে ফোন করুন। আমি ব্যবস্থা গ্রহণ করবো। মেয়র বলেন, নগরবাসীর সুবিধার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে টোল ফ্রি অভিযোগ বা অসুবিধার কথা জানানোর ব্যবস্থা করা হচ্ছে। ##মেয়রের ইতিহাস রচনা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের সবচেয়ে কম বসয়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। যিনি গত এক বছরে নগরবাসীর মন জয় করে ফেলেছেন। গতকাল বুধবার ফের অনন্য ইতিহাস রচনা করলেন জনপ্রিয় মেয়র সাদিক আবদুল্লাহ। তিনি দেশে প্রথম বারের মত হাজার হাজার মানুষের সামনে উন্মুক্ত বাজেট ঘোষনার পাশাপাশি নগরবাসীর বিভিন্ন প্রশ্নে সরাসরি জবাব দেন। এর আগে সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে বাজেট ঘোষনা করেন প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু। বুধবার বিকাল পৌনে ৪টায় নগর ভবন সংলগ্ন ফজলুল হক এভিনিউ সড়কে জনসম্মুখে এই বাজেট ঘোষনা করা হয়। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের ২০১৯-২০ অর্থ বছরের ৫শত ৪৮ কোটি ১০ লক্ষ ৬৭ হাজার ৪৩৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষনার আগে থেকেই হাজার হাজার নগরবাসী অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়। পরে উন্মুক্ত আলোচনার সময় নগরবাসী মেয়র সাদিককে নানা প্রশ্ন করে। মেয়রও তাদের প্রশ্নের সাবলিল উত্তর দেন। এ ছাড়া সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, সুনির্দিষ্ট পরিকল্পনা, শৃঙ্খলা, দাপ্তরিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, কর্পোরেশনে বায়োমেট্রিক হাজিরা চালু, ট্রাফিক ব্যবস্থাপনা, সৌন্দর্য্য বৃদ্ধি, রোড ডিভাইডার স্থাপন, ফুটপাতের কার্ভস্টোনে রং, রাজস্ব আয় বৃদ্ধি, ড্রেনেজ, যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, নতুন নগর ভবন নির্মান, নগরীর ৪৩টি খাল পুন:খনন করা, গুরুত্বপূর্ন ৫টি খালের পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে, বাই সাইকেল লেন ও লিনিয়ার পার্ক নির্মান, নগরীর কীর্তণখোলা নদীর পাড়ে বরিশাল অপেরা, সু উচ্চ বরিশাল ওয়াচ টাওয়ার এবং স্কাই রেস্টুরেন্ট নির্মান সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি বরিশাল সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি  এবং বরিশাল শহরের মধ্যে মেট্রো রেল চালু সহ ১০টি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহনের বিষয়ে আলোচনা করেন। সিটি মেয়র বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা নগরবাসীর সেবায় নিয়োজিত থাকবে। কেননা এই সেবার মাধ্যমেই তাদের সংসার চলে। কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি নগর ভবনে বসে সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাহলে সেই কর্মকর্তা বা কর্মচারীকে বেঁধে রেখে আমাকে ফোন করুন। আমি ব্যবস্থা গ্রহণ করবো। মেয়র বলেন, নগরবাসীর সুবিধার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে টোল ফ্রি অভিযোগ বা অসুবিধার কথা জানানোর ব্যবস্থা করা হচ্ছে। ##

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT