ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান - ajkerparibartan.com
ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

3:02 pm , July 31, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ “নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি মশক নিধনে কাজ করি’ এই স্লোগান নিয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় ঝাড়– দিয়ে পরিচ্ছন্নতা ও স্প্রে করে মশা নিধনের ওষুধ ছিটানোর মধ্যে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এই কার্যক্রমের আওতায় জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন ট্রেজারি শাখা, থেকে বরিশাল সার্কিট হাউজ, জেলা প্রশাসন কর্যালয় ও তার আশেপাশেমশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাজিব আহাম্মেদ। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাচতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT