ভেজাল বিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ভেজাল বিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা - ajkerparibartan.com
ভেজাল বিরোধী অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

3:21 pm , July 30, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ভেজাল বিরোধী অভিযানে নগরীর অভিজাত রোজ গার্ডেন রেস্তোরাঁসহ ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারি পরিচালকমোঃ শাহ্ শোয়াইব মিয়া, কোতয়ালী মডেল থানার এসআই মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এই ভেজাল বিরোধী অভিযান চালানো হয়েছে। এসময় রোজ গার্ডেন রেস্তোরাঁর মালিক মোঃ খলিলুর রহমান সোহাগকে ১২ হাজার টাকা, দিবারাত্রী ফার্মেসীর মালিক মোঃ জুলহাস উদ্দিনকে ৩ হাজার টাকা ও মায়ের দোয়া পানের দোকান মালিক তৌহিদুল ইসলাম জুয়েলকে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT