স্কুল মাঠে ইট-বালু-পাথর-খোয়ার স্তুপ প্রতিবাদে শিক্ষক-ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মানববন্ধন স্কুল মাঠে ইট-বালু-পাথর-খোয়ার স্তুপ প্রতিবাদে শিক্ষক-ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মানববন্ধন - ajkerparibartan.com
স্কুল মাঠে ইট-বালু-পাথর-খোয়ার স্তুপ প্রতিবাদে শিক্ষক-ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মানববন্ধন

3:20 pm , July 30, 2019

পিরোজপুর প্রতিবেদক ॥ ইন্দুরকানী ঐতিহ্যবাহী কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখলমুক্ত করতে শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চন্ডিপুর হাটের ইন্দুরকানী-কলারণ সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বালিপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল হাওলাদার, স্কুলের প্রধান শিক্ষক মিন্টু কুমার হালদার, চন্ডিপুর ৩৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কর, সেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক কামরুল হাচান ইমন, কলেজ ছাত্র শুকুর মানববন্ধনে বক্তব্য দেন।
এসময় তারা অভিযোগ করে বলেন, চন্ডিপুর স্কুলের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদাররা ইট, বালু পাথর, খোয়া, গাছ ও কাঠ রেখে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়া কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের রাস্তার কাজের মালামাল ইট, বালু ও রাস্তার কাজে ব্যবহৃত গাড়িসহ প্রয়োজনীয় মালামাল রেখে মাঠের খেলাধুলার পরিবেশ নষ্ট করছে। এছাড়া প্রতিদিন বিকালে ফুসকার দোকান সুপারি কেনাবেচা করায় সারা বছরই বিদ্যালয়ের খেলার মাঠটি ব্যবসায়ী ও ঠিকাদারদেও দখলে থাকে। তাই খেলার মাঠটি অবিলম্বে দখলমুক্ত করতে প্রশাসনের সহযোগীতা কামনা করছি।
এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ নাজমুল আলম বলেন, স্কুল মাঠে বিভিন্ন নির্মান সামগ্রী রেখে যারা দখল করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT