3:20 pm , July 30, 2019
পিরোজপুর প্রতিবেদক ॥ ইন্দুরকানী ঐতিহ্যবাহী কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখলমুক্ত করতে শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চন্ডিপুর হাটের ইন্দুরকানী-কলারণ সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বালিপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল হাওলাদার, স্কুলের প্রধান শিক্ষক মিন্টু কুমার হালদার, চন্ডিপুর ৩৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কর, সেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক কামরুল হাচান ইমন, কলেজ ছাত্র শুকুর মানববন্ধনে বক্তব্য দেন।
এসময় তারা অভিযোগ করে বলেন, চন্ডিপুর স্কুলের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদাররা ইট, বালু পাথর, খোয়া, গাছ ও কাঠ রেখে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়া কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের রাস্তার কাজের মালামাল ইট, বালু ও রাস্তার কাজে ব্যবহৃত গাড়িসহ প্রয়োজনীয় মালামাল রেখে মাঠের খেলাধুলার পরিবেশ নষ্ট করছে। এছাড়া প্রতিদিন বিকালে ফুসকার দোকান সুপারি কেনাবেচা করায় সারা বছরই বিদ্যালয়ের খেলার মাঠটি ব্যবসায়ী ও ঠিকাদারদেও দখলে থাকে। তাই খেলার মাঠটি অবিলম্বে দখলমুক্ত করতে প্রশাসনের সহযোগীতা কামনা করছি।
এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ নাজমুল আলম বলেন, স্কুল মাঠে বিভিন্ন নির্মান সামগ্রী রেখে যারা দখল করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া নেয়া হবে।