মিন্নির জামিন আবেদন খারিজ মিন্নির জামিন আবেদন খারিজ - ajkerparibartan.com
মিন্নির জামিন আবেদন খারিজ

3:18 pm , July 30, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনায় বহুল আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান স্বাক্ষী নিহতের স্ত্রী মিন্নির জামিন আবেদন না মঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত। গতকাল মঙ্গলবার আসামী ও রাষ্ট্র পক্ষের বক্তব্য শুনে এবং নিম্ন আদালতের নথি পর্যালোচনা করে জেলা ও দায়রা জজ মোঃ আসাদুজ্জামান মিন্নির জামিন আবেদনটি নাকচ করেন। এর আগে গত ২১ জুলাই বিচারিক আদালতে মিন্নির জামিন আবেদন খারিজ করা হয়। এছাড়া ২২ জুলাই মিন্নির ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি প্রত্যাহার ও তার চিকিৎসার আবেদনটিও ফেরত দেয় বিচারিক আদালত। পরে ২৫ জুলাই জেলা জজ আদালতে আবেদন করা হয়। জেলা জজ ৩০ জুলাই জামিন শুনাণীর দিন ধার্য করেন।
গত ২৬ জুন বরগুনা শহরে কলেজ থেকে বাড়ী ফেরার পথে প্রকাশ্য দিবলোকে স্ত্রী সহ কয়েক’শ লোকের সামনে নৃসংশভাবে কুপিয়ে রিফাতকে জখম করে ঘাতকের দল সদর্পে এলাকা ত্যাগ করে। মিন্নি জীবন দিয়ে চেষ্টা করেছে স্বামীকে রক্ষা করতে। যা ভিডিও ফুটেজেও দেখা গেছে। ঘটনাস্থল থেকে বরগুনা সদর থানার দুরত্ব দশ মিনিটের বলে এলাকাবাসীর অভিযোগ। ঘাতকরা রিফাতকে কুপিয়ে জখম করে মুমূর্ষ অবস্থায় ফেলে যাবার পরে এলাকাবাসী ও তার স্ত্রী হাসপাতালে নেয়ার পরেই ঘটনাস্থ’লে পুলিশ পৌছে। তবে বরগুনার এসপি দাবী করেছেন, ‘পুলিশই রিফাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়’।
প্রকাশ্য দিবালোকে কয়েক’শ মানুষের সামনে ১২-১৪টি বখাটে রিফাতকে কুপিয়ে হত্যা করলেও কেউ এগিয়ে না আসার বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠে। নাম প্রকাশ না করার শর্তে একাধীক ব্যক্তি জানিয়েছেন, ‘হামলাকারী নয়ন বন্ড সহ তার সহযোগীদের ‘গড ফাদার’ বরগুনা শহরে এতটাই প্রভাবশালী যে, কেউ ওই সকল খুনিদের কাছ থেকে রিফাতকে উদ্ধারে এগিয়ে যাবার সাহস করেনি’।
রিফাতের হত্যাকান্ডের পরে দেশ যুড়ে ব্যাপক তোলপার শুরু হয়। খোদ প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন। দেশের উচ্চ আদালত থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে রিফাতের এ নৃশংস হত্যাকান্ড দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী ও মাস্তানদের স্বরূপ কিছুটা হলেও প্রকাশ্যে এনেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। কিন্তু এতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনÑশৃংখলা বাহিনী তাদের বর্তমান অবস্থান পরিবর্তন করবেন কিনা সে বিষয়েও প্রশ্ন রয়েছে সাধারন মানুষের মধ্যে।
গত কয়েক বছর ধরে সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে এক শ্রেণীর বখাটে সহ ছিচকে মাস্তানের যে অভ্যুদয় ঘটেছে, তা নিয়ন্ত্রনে আইনÑশৃংখলা বাহিনীর উদাসীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। আর এতদিনের উদাসীনতায় এসব মাস্তান ও বখাটেরা ক্রমশ বেপরোয়া হয়ে নিয়ন্ত্রনের বাইরেই চলে গেছে। যার শেষ পরিনতি রিফাত হত্যা বলে সাধারন মানুষ মনে করলেও কতিপয় বিবেকহীন রাজনৈতিক নেতার টনক নড়বে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে বার বার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT