3:15 pm , July 30, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বাউফলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মনির হাওলাদার। তার নামে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও পুলিশ অদৃশ্য কারনে গ্রেপ্তার করছে না বলে জানা গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, ২০১৭ সালে ইয়াবাসহ বাকেরগঞ্জে আটক হয় বাউফল উপজেলার উত্তর হোসনাবাদ গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে মনির হাওলাদারসহ দুইজন। মাদকসহ আটক হওয়ার পরে তাদের নামে মামলা করে বাকেরগঞ্জ থানা পুলিশ। যার মামলা নং জি/আর ৪০৪/১৭ । জেলা জজ আদালত থেকে এই মামলার রায় হয় চলতি বছরের ১৯ মে। মামলায় মনির হাওলাদারকে ৭ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সাজা দেয় আদালত। মামলার অন্য আসামী রায়ের দিন উপস্থিত থাকলেও অনুপস্থিত থাকেন মনির হাওলাদার। ফলে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
সূত্র মতে জানা যায়, আদালত থেকে বরিশাল এসপি অফিসে গ্রেফতারি পরোয়ানা জারি করে চিঠি পাঠানো হয় চলতি বছরের জুন মাসের ১০ তারিখ। যার স্বারক নং:- ১৩৪৪৮/১৯। সূত্র আরও জানায়, বরিশাল এসপি অফিস থেকে পটুয়াখালী এসপি অফিসে গ্রেফতারি পরোয়ানার চিঠি পাঠানো হয় চলতি বছরের জুন মাসের ২৬ তারিখ। যার স্বারক নং:- ৩২৫৬/ই। কিন্তু প্রেফতারি পরোয়ানা পাঠানোর এক মাস অতিবাহিত হলেও স্থানীয় পুলিশ মনিরকে আটক করছেনা।
এ বিষয়ে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহামানের কাছে জানতে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।