ভা-ারিয়ায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা ভা-ারিয়ায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা - ajkerparibartan.com
ভা-ারিয়ায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

3:22 pm , July 29, 2019

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গতকাল সোমবার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় ভা-ারিয়া উপজেলায় ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন মিলানয়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা চলাকালীন কমান্ডার আঃ আজিজ সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দা, উপজেলা আওয়মীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার,ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমূলা শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক উজ্জল হাওলাদার প্রমূখ। কর্মসূচির মধ্যে রয়েছে- শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা অর্ধনমিত, মসজিদ-মন্দির ও গীর্জায় বিশেষ দোয়া ও মোনাজাত, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতেযোগীতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানমালা অন্তর্ভূক্ত রয়েছে।
এছাড়া উপজেলা কৃষি অফিসের স্বেচ প্রকল্প ও যুব উন্নয় অফিসের ন্যাশনাল সার্ভিস কার্যক্রম নিয়ে আরো দুটি সভা অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT