3:20 pm , July 29, 2019
চরফ্যাসন প্রতিবেদক ॥ পৌর কর্মকর্তা কর্মচারীদের ধর্মঘটের কারনে নাগরিক সেবা ভেঙ্গে পরেছে চরফ্যাসন পৌরসভায়। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে ভোলার চরফ্যাসন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রাজধানী ঢাকাতে অবস্থান কর্মসূচি পালন করায় সব ধরনের কাজ বন্ধ রয়েছে। এ অবস্থায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী। এই ধর্মঘটের কারণে নাগরিক সুবিধার পাশাপাশি রাজস্ব আদায়ও ব্যাহত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন পৌর কর্মকর্তা কর্মচারীরা।
স্থানীয়রা জানিয়েছেন, পৌর কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় অবস্থান করায় সকল প্রকার নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী।
জানাযায়, চরফ্যাসন পৌরসভায় তালা ঝুলিয়ে গত ১৪ জুলাই থেকে কর্মকর্তা-কর্মচারীরা রাজধানী ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে পৌরসভা থেকে নাগরিক সনদ, জন্ম সনদ, মৃত্যু সনদ ও ট্রেড লাইসেন্স তুলতে না পেরে ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী। অনেকের গুরুত্বপূর্ণ কাজ আটকে রয়েছে। আর পৌর এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও ড্রেনগুলো পরিস্কার না করার কারণে দুর্গন্ধে নাকাল হয়ে পড়েছে পৌরবাসী। পৌর এলাকার অধিকাংশ ড্রেন পরিষ্কার না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক ও সংস্কার কাজ।
চরফ্যাসন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। এই আন্দোলন অব্যহত থাকবে।
চরফ্যাসন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ জানান, প্রতি মাসে পৌর ভবন ভাড়া ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে গিয়ে পৌরসভা হিমশিম খেতে হয়। সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা দিলে পৌর এলাকাগুলোতে ব্যাপক উন্নয়ন কাজ করা সম্ভব হবে।
পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর আক্তারুল আলম সামু জানান, কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছেন। তাকার কাজে আসছেন না। তাই আমারও কোন কাজ করতে পারছিনা।