নিউজ টোয়েন্টিফোরের ৪র্থ বর্ষে পদার্পন উদযাপন নিউজ টোয়েন্টিফোরের ৪র্থ বর্ষে পদার্পন উদযাপন - ajkerparibartan.com
নিউজ টোয়েন্টিফোরের ৪র্থ বর্ষে পদার্পন উদযাপন

3:43 pm , July 28, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ কেক কেটে এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে নিউজ টোয়েন্টিফোরের ৪র্থ বর্ষে পদার্পন উদযাপিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের নিউজ টোয়েন্টিফোর অফিসে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, প্রেসক্লাব ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের অ্যাডভোকেট এসএম ইকবাল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক মুরাদ আহমেদ, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার, আঞ্চলিক দৈনিক ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরন, ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজ, আমেরিকান ব্যবসায়ী জাকির ইসলাম, ব্যবসায়ী হাজী নূর হোসেন মিরন এবং আলহাজ্ব হাফিজ উদ্দিন আহমেদ।
এছাড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
আলোচনা সভায় বক্তারা নিউজটোয়েন্টি ফোরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা বলেন, নবীন এই চ্যানেলটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে ইতিমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। চ্যানেলটি আগামী দিনে আরও আধুনিকতার মধ্য দিয়ে বস্তুনিস্ট সংবাদ প্রচারের মাধ্যমে শীর্ষস্থান দখল করবে বলে তারা আশা করেন।
এর আগে অতিথিরা নিউজ টোয়েন্টিফোরের ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষ্যে বরিশালের স্টাফ রিপোর্টার রাহাত খানের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কেক উপহার দেওয়া হয় অনুষ্ঠানে। পরে অতিথিরা কেক কেটে নিউজ টোয়েন্টিফোরের ৪র্থ বর্ষে পদার্পন উদযাপন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT