3:17 pm , July 27, 2019
ঝালকাঠি প্রতিবেদক ॥ “ব্রিজ করতে মানুষের মাথা লাগে” একটি প্রপাগান্ডা। এটি দেশী ও বিদেশী ষড়যন্ত্র। এ ধরনের ষড়যন্ত্র যাতে মাথা চড়া না দিতে পারে সেই বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছে ডিআইজি মো. শফিকুল ইসলাম। ঝালকাঠিতে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ও মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানিয়েছেন তিনি। গতকাল শনিবার দুপুরে জেলা পুলিশ লাইনসে অনুষ্ঠিত এ সমাবেশের আগে শহরে বের করা হয় গুজব ও মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী বর্নাঢ্য শোভাযাত্রা।
জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
এদিকে মাদক ব্যবসা ও মাদক সেবন ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসায় জেলার ২৪ জন নারী পুরুষকে পূর্নবাসিত করা হয়। তাদেরকে ফুলের শুভেচ্ছার পাশাপাশি দেয়া হয় সেলাই মেশিন ও মাছ ধারায় জাল। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও শিক্ষক-সাংবাদিকসহ শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া সকালে ঝালকাঠি সরকারি কলেজে ‘গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না’ শীর্ষক জনসচেতনতামূলক সভা করেন বরিশাল রেঞ্জ ডিআইজি। সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন আইন নিজের হাতে তুলে না নিতে এবং ছেলে ধরা বলে কাউকে সন্দেহ হলে পুলিশকে খবর দিতে অথবা ৯৯৯ কল করে জানাতে অনুরোধ করেন।
এ অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আনছার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, এমএম মাহমুদ হাসান (সদর সার্কেল) ও কাজী মোঃ ছোয়াইব (সদর) ও সদর থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন উপস্থিত ছিলেন।