মামলার জট কমাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসি কনফারেন্স মামলার জট কমাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসি কনফারেন্স - ajkerparibartan.com
মামলার জট কমাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

3:10 pm , July 27, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মামলার জট কমাতে ও আইনী ব্যবস্থাকে ত্বরান্বিত করতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসি কনফারেন্সি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টায় জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মহানগর ম্যাজিস্ট্রেসির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। এছাড়াও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কবির উদ্দিন প্রামানিক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান খান (সদর), জাহাঙ্গির হোসেন মল্লিক (ডিবি), আবু রায়হান মো. সালেহ (সিটিএসবি), মোয়াজ্জেম হোসেন ভূঞা, (দক্ষিন), মোক্তার হোসেন (উত্তর), খায়রুল আলম (ট্রাফিক), মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক, শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল ইসলামসহ মেট্রোপলিটন ৪ থানার পরিদর্শক, র‌্যাবের পরিদর্শকসহ আদালতের কর্মকর্তাবৃন্দ। সভায় বিভিন্ন মামলার সাক্ষি হাজির করা , তাদের নিরাপত্তা, মামলার সুষ্ঠ তদন্ত ও দ্রুত রিপোর্ট প্রস্তুত করে আদালতে জমা দেয়াসহ আদালত চত্ত্বরের নিরাপত্তা বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়। এছাড়াও শেবাচিম হাসপাতাল থেকে ভিকটিমের প্রতিবেদন সঠিক ও দ্রুত পাওয়ার বিষয়েও তাদের কাছে অনুরোধ জানিয়ে সবাই একত্রে কাজ করার আহবান জানান জেলা ও দায়রা জজ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT